ইয়াকুব আলী বাহাদুর:
সাবেক সভাপতি মরহুম মুসা আহমেদ বক্তপুরীর স্মরনে সোমবার রাতে দোয়া ও শোক সভার আয়োজন করে কাতারস্থ বাংলাদেশ সাংবাদিক ফোরাম।
রহিম পারভেজ ও খায়রুল আলম সাগরের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হোসেন সহীদ সরোয়ার্দী সরোয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের ১ম সচিব নাজমুল হক, বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুসা, মোখলেসুর রহমান, মোঃ ফোরকান, কাজী শামিম, মাওলান ইউসুফ নুর।
বক্তব্য রাখেন, সাংবাদিক সমিতির সভাপতি ই,এম,আকাশ, সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ইউসুফ পাটোয়রী, শফিকুল ইসলাম প্রধান, ইয়াকুব আলী বাহাদুর, মিশুক মায়া, আবুল হাসেম, তৈয়বুর রহমান, প্রকৌশলী মেজবাহ উদ্দিন পেয়ারু, ফেরদৌস আলম চৌধুরী, আবদুর রাজ্জাক,নাছির উদ্দিন চৌধুরী ফজল কাদের সহ অনেকে।
বক্তাগন বলেন মুসা আহমেদ বক্তপুরী সাংবাদিক জগতে এক অনন্য প্রতীক । আমরা সকল সাংবাদিক সমাজ ও কাতার বাঙালী সমাজ তার পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ। পরে কুতুব উদ্দিন চৌধুরীর পরিচালনায় মুসা বক্তপুরীর মাগফেরাত কামনায় বিশেষ মেনাজাত করা হয়।