যুক্তরাজ্যে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির জাতীয় শোক দিবস পালন

বাংলারদর্পন, ইউকে :
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে ‘সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি’র সভাপতি এ্যাড.টি.এম.জানে আলম ও সাধারন সম্পাদক হাসিব আহমেদ চৌধুরী’র নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ লন্ডনে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ১৫আগস্টে নিহত সকল শহীদের প্রতি,বিনম্র শ্রদ্ধা নিবেদন ,পুস্প অর্পণ, ও দোয়া প্রার্থনা করেন।

 

 

১৫আগস্ট সকালে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন সংগঠনের  উপদেষ্টা-আতিয়ার রসুল কিটন, ফকরুল ইসলাম,বাবর চৌধুরী, আক্তার হোসেন, কামাল উদ্দিন, আলি আমজাদ, সহ সভাপতি-সৈয়দ জামান নাসের, টি.এম. শহীদুল আলম,  হাসান ইমাম, জিয়া উদ্দিন বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক-ডা:মাসুম বিল্লাহ, ইমাম হোসেন, কোষাধ্যক্ষ মো: শাহজাহান ,আন্তর্জাতিক বি: সম্পাদক জামান আহমেদ, প্রচার সম্পাদক তুষার আহমেদ,সম্মানীত সদস্য আরিফ আহমেদ, মাহামুদ,আনোয়ার খান প্রমূখ।

 

শোক দিবসের আলোচনা সভায় বক্তাগন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন-ক্ষুধা ,দারিদ্র ও দুর্নীতি মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার  হাতকে শক্তিশালী করতে আওয়ামী পরিবারের সকলকে আজ ঐক্যবদ্ধ হয়ে শপথ নিতে হবে বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ ছড়িয়ে দিয়ে যে কোন মুল্যে স্বাধীনতা বিরোধী ও দুর্নীতিবাজদের বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করতে হবে।
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *