যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযাদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে বসবাসরত যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য ঈদুল ফিতর উপলক্ষ্যে মিষ্টান্ন ও ফলমুল প্রেরণ করেন। সোমবার (২৫ মে) সকালে এসব খাবার পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন গাজী হাফিজুর রহমান লিকু, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এস এম খুরশিদ উল আলম, প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তাএবিএম সরওয়ার-ই-আলম সরকার, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রীর কর্মকর্তাগণ কোভিড মহামারি থেকে দেশবাসীকে রক্ষা ও এ সংকট থেকে আশু উত্তোরণের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। মুক্তিযাদ্ধাদের পক্ষে বক্তৃতায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *