জোরারগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে  ৪ জন অস্ত্রসহ গ্রেফতার

 

ফেনী  প্রতিনিধি:ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল-গুলি ও মাইক্রোবাসসহ ৪ আন্তঃজেলা ডাকাত গ্রেপ্তার করেছে র্যাব । সোমবার সন্ধ্যায় জোরারগঞ্জ উপজেলার অজমনগর সাকিনস্থ নাহার ডেইরী ঘাষ প্রকল্পের পাশ থেকে তাদের আটক করা হয়।

ফেনী র্যাব ৭ এর স্কোয়াড্রন লিডার কোম্পানী অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জোরারগঞ্জ উপজেলার অজমনগর সাকিনস্থ নাহার ডেইরী ঘাষ প্রকল্পের পাশে তল্লাশি করে ছাগলনাইয়ার মধ্যম মটুয়া গ্রামের আন্তঃজেলা ডাকাত আব্দুল কাদের (৩৬) জানে আলম (২৫), এনামুল হক (৩৬) ও মোঃ জানে আলম চৌধুরী সোহেল (২৩ কে আটক করা হয় ।

আটককৃদের দেহ ও ব্যবহৃত মাইক্রোবাস তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল (ইউএসএ) ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি খালি খোসা, ২টি বড় ছোরা, ১টি রাম দা, ১ টি রক্ত মাখা স্ট্যাম্প, নগদ- ১১৬২৭ টাকা, মটর ড্রাইভিং লাইসেন্স, , ১টি ন্যাশনাল আইডি র্কাড ও ১টি মাইক্রোবাসসহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *