ফেনী প্রতিনিধি :ফেনী জেলা যুবলীগের পরিচিতি সভা রবিবার বিকালে শহরের রেডিক্স হোটেলে অনুৃষ্ঠিত হয়েছে |
যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অালাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
বিশেষ অতিথি ছিলেন, নিজাম উদ্দিন হাজারি এমপি, জাহান আরা সুরমা এমপি, জেলা অা’লীগের সভাপতি অাবদুর রহমান বিকম।