ফেনী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের দশআনী গ্রামে ড্রাইভার দোকান এলাকায় প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে তিন ছাত্রলীগ নেতাকর্মীকে গরম তেল মেরে ঝলসে দেয়া হয়েছে। এ ঘটনায় সোনাগাজী মডেল থানা পুলিশ ৬ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, দশআনী গ্রামের এক প্রবাসীর মেয়ের সাথে প্রেমের সম্পর্কের সুত্র ধরে সোমবার বিকালে একই গ্রামের সুলতান আহম্মদের ছেলে ফারুক কথা বলতে যায়। নিয়ে একই গ্রামের শহিদ উল্যার ছেলে সুমনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন ও তার সহযোগীরা ফারুকের উপর হামলা করে। ফারুক ঘটনাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সেন্টুকে জানালে তিনি ঘটনাস্থলে এসে ঘটনাটি জানতে চান।
এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সুমন তার দোকানের কড়াইতে থাকা পোড়া গরম তেল ছুঁড়ে মারে। এতে সেন্টুর সঙ্গে আসা ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রকি, ছাত্রলীগ কর্মী রেজাউল হক বাবুর শরীর ঝলসে যায়। সেন্টুও আঘাত প্রাপ্ত হয়। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা গুরতর দেখে রকি ও বাবুকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় আহত রকির ভাই ওমর ফারুক বাদি হয়ে জনের নাম উল্লেখ করে সোনাগাজী থানায় মামলা দেন। এজাহার নামীয় ৬ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ বলেন, মঙ্গলবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
-বাংলারদর্পন।