ফেনী প্রতিনিধি :
ঢাকাগামী ইয়াবার চালান সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে ফেনী শহর পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ। ৬ মে বুধবার বেলা ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির এএসআই সুমন্ত চাকমা ও সোহেল রানা রাজুর সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে।
চট্টগ্রাম থেকে ইয়াবা টেবলেট বহনকারী কাভার্ড ভ্যানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সংবাদ পুলিশ ফাঁড়ির নিকট পৌঁছালে পুলিশের একটি টিম ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশে অবস্থান নেয়। এ সময় পুলিশ গাড়ির গতিরোধ করার চেষ্টা করলে তা পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে গতিবিধি বাড়িয়ে দেয়, পরে তাদের ধাওয়া করে শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এসময় ইয়াবা বহনকারী মোঃ শামীম হাওলাদার (২৪) মোঃ সাব্বির গাজী (২১) মোঃ রবিউল ইসলাম (২৪) ও গোলাম রাব্বি(২২) নামের চার মাদক ব্যবসায়ীকে আটক করে গাড়ি থেকে ৮ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। এবং জব্দ করা হয় গাড়িটি।
আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। বাংলারদর্পন