নিজস্ব প্রতিনিধি:
১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে বাংলাদেশ মহিলা আলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী ৫দিনব্যাপি কর্মসূচির আয়োজন করেছে। সোমবার গণমাধ্যমের কাছে প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী’র সামাজিক সংগঠন ‘স্বপ্ন সাজাই’ এর পৃষ্ঠপোষকতায় সোনাগাজীর বিভিন্ন স্কুল, মাদরাসা, সামাজিক সংগঠনগুলোতো সম্মিলিত সাংস্কৃতিক জোট এর তত্বাবধানে জাতির জনক বঙ্গবন্ধুকে স্বরণ করে আগামী ১৫ ই আগস্ট, ১৭, ১৯, ২০, ২৪ আগস্ট ৫দিনের কর্মসূচি ঘোষণা করে।
তারই অংশ হিসেবে ১৪ আগস্ট সোমবার সন্ধ্যা ৭টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।