সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ দীন মোহাম্মদ মঙ্গলবার বিকেলে উপজেলার নবাবপুর , আমিরাবাদ, চর দরবেশ ও বগাদানা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ ও পথসভা করেন।
এসময় স্থানীয়দের অভিযোগ শুনে ও দুর্দশার চিত্র দেখে সম্ভাবনাময় সোনাগাজীকে মডেল উপজেলা গঠনে উপজেলার সর্বস্তরের জনগনের সহযোগীতা ও টিউবওয়েল প্রতিকে ভোট চেয়েছেন তিনি । তিনি বলেন, স্থানীয় সমস্যার বিষয়ে অভিজ্ঞদের নির্বাচিত করতে পারলে অবশ্যই এলাকার উন্নয়ন হবে। আপনার কেন্দ্রে গিয়ে অবশ্যই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য প্রার্থীদের ভোট দিবেন।
গনসংযোগে আরও উপস্থিত ছিলেন , উপজেলা আ.লীগের সহ সভাপতি এমএ মজিদ ভুলূমিয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শেখ সেলিম, মুক্তিযোদ্ধা শেখ সিরাজ, বিএমএমএসএফ সভাপতি গাজী হানিফ, পৌর আ.লীগ নেতা নিজাম উদ্দিন, উপজেলা শ্রমীকলীগের সাবেক সাধারন সম্পাদক মো. খোকন , স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোশারেফ মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ওমর সুলতান প্রমূখ।
উল্লেখ্য , চতুর্থধাপে আগামী ৩১মার্চ পঞ্চম সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় হয়েছেন আ.লীগের প্রার্থী জহির উদ্দিন মাহমুদ। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াতুল হকের মধ্যে দ্বিমূখী লড়াই হবে।