মিরসরাইয়ে রওশন-শফিক ফাউন্ডেশনের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ের জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন রওশন-শফিক ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৯
এপ্রিল) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের নন্দনপুর চৌধুরী বাড়ি প্রাঙ্গনে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

রওশন-শফিক ফাউন্ডেশনের সদস্য আনিসুর রহমান চৌধুরী মাসুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রওশন শফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমান চৌধুরী (নসু), রওশন-শফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিনুর রহমান চৌধুরী মামুন, জোরারগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল খায়ের মিয়া, ভয়েস অব আমেরিকা লিসেনার্স নিউজ লেটার ‘মিতালী’র এডিটর আবু সুফিয়ান চৌধুরী।

রওশন-শফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিনুর রহমান চৌধুরী মামুন বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রওশন-শফিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের অনুদান প্রদান, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে এগিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত নিম্ন মধ্যবিত্ত, সুবিধাবঞ্চিত, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *