প্রতিবেদক ;
দ্বীপ উপজেলা হাতিয়ায় অসহায়দের মাঝে ৫০০মেট্রিক টন চাউল বিতরণ শুরু করেছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী । নোয়াখালীর একমাত্র দ্বীপ উপজেলা হাতিয়ায় অসহায় জনগোষ্ঠীর মাঝে আজ থেকে ৫০০ মেট্রিক টন চাউল বিতরণ শুরু করেছেন সংসদ সদস্য আয়েশা আলীর স্বামী, সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।
উপজেলার চারটি পয়েন্ট থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। ওয়ার্ড থেকে ইউনিয়ন কেন্দ্রিক এই ত্রাণ সামগ্রী বিতরণ করবেন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ । হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী নোয়াখালী প্রতিদিনকে জানান, উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এই চাল সমূহ বিতরণ করা হলেও এটি মূলত আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করা হচ্ছে, করোনার এই মহামারী দুর্যোগকালিন সময়ে আমার কাছে দল নয় মানবতাই বড় ।
দল-মত নির্বিশেষে অসহায় জনগোষ্ঠীর মাঝে এই ত্রাণ বিতরণে কোন প্রকার অনিয়ম-দুর্নীতি বরদাশ্ত কিংবা সহ্য করা হবে না। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী নোয়াখালী প্রতিদিন কে আরও বলেন, ত্রাণ বিতরণের দুর্নীতিকারি যেই হোক না কেন তাকে কঠিন ভাবে মোকাবেলা করা হবে।
মোহাম্মদ আলী জোর দিয়ে বলেন, হাতিয়া হবে ত্রান বিতরণের অন্যতম বিরল দৃষ্টান্ত। তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মনিটরিংয়ের এই উপজেলার সরকারি পর্যায়ের ত্রাণ ও সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে। কোথাও কোনো প্রকার অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে তা তাকে এবং স্থানীয় সংসদ সদস্যকে দাঁড়ানোর জন্য তিনি হাতিয়াবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।