সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী পৌরসভার ৭ নং ওয়ার্ডে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যায়ে ৬৫০ ফুট সড়ক নির্মানের ভিত্তি প্রস্থর স্থাপন করছেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
শনিবার সকালে অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন, উপজেলা অা’লীগের সহ সভাপতি মফিজুল হক, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর অাবদুল হালিম মামুন, কাউন্সিলর অাইয়ুব খান, অা’লীগ নেতা শেখ নুরুল হুদা, উপজেলা অা’লীগের দপ্তর সম্পাদক সুলতান অাহম্মদ, পৌর অা’লীগ নেতা মাস্টার হুমায়ুন কবির সেলিম, মাওলানা হোসেন অাহম্মদ প্রমুখ।