তাড়াইল প্রতিনিধি:
” আর নয় বাজারে যাওয়া, সবকিছু যাবে ঘরেই পাওয়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে
কিশোরগঞ্জের তাড়াইলে করোনা ভাইরাস দূর্যোগ মোকাবিলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.তারেক মাহমুদের উদ্যোগে নিত্যপ্রয়োজনীদ্রব্যাদির ভ্রাম্যমান বাজার শুরু।
জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন বাজারে জনসমাগম ঠেকাতে প্রতিদিন দুপুর তিনটা থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট বন্ধ রাখার প্রশাসন কতৃক নির্দেশনা থাকায়।
আজ মঙ্গলবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলা বিভিন্ন সড়কে দুইটা পিকআফ ভ্যান করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি যেমন চাল, ডাল, আটা, ডিম, গুড়ো দুধ, আলু, তৈল, মুড়ি, চিনি, পেঁয়াজ বিক্রয় করা শুরু হয়েছে।
উক্ত ভ্রাম্যমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করেছেন মেসার্স উমর ফারুক এন্ড রুবেল এন্টারপ্রাইজ।
ভ্রাম্যমান বাজার থেকে জনগণের উদ্দেশ্যে মাইকিং করে বলা হচ্ছে আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। বাড়ি থেকে বের হবেন না, বাড়ির দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে ডাকুন,আমরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে ভ্রাম্যমান বাজার দাঁড়িয়ে যাবো আপনার বাড়ির দরজায় ।এছাড়া আপনাদের প্রয়োজনে( ০১৭২ – ৭৫০৫৮৪০) এই নাম্বারে ফোন দিন সর্বোচ্চ ৩০ মিনিটে মধ্যে আপনার চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আমরা পৌঁছিয়ে দেবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তারেক মাহমুদ বলেন, বাজারে জনসমাগম ঠেকাতে আমার নিজস্ব উদ্যোগে দুটি পিকআফ ভ্যান করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়ের জন্য ভ্রাম্যমান বাজারের ব্যবস্থা করেছি।আজ মঙ্গলবার থেকে প্রতিদিন দুপুর তিনটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয় অব্যাহত থাকবে।
আসুন আমরা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নিজে সর্তক থাকি, অন্যকে বাঁচাতে সতর্কতামূলক পরামর্শ দেই।
বাংলারদর্পন