প্রেস বিজ্ঞপ্তি-
মঙ্গলবার পশ্চিমবঙ্গ স্কুল ও মাদ্রাসা ক্লার্ক এসোসিয়েশন ( West Bengal School & Madrasah Clerks’ Association)-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে পশ্চিমবঙ্গ রাজ্য ত্রান তহবিলে ১০ লক্ষ ৪৩ হাজার ২২০টাকার চেক তুলে দেওয়া হয়।
ডিমান্ড ড্রাফট শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন সমিতির সাধারণ সম্পাদক শ্রী তন্ময় সরকার।
উল্লেখ্য পশ্চিমবঙ্গের ২২ টি জেলা থেকে ২৩০৮ জন সরকার পোষিত স্কুল ও মাদ্রাসার করণিক এই অনুদান দিয়েছেন। স্কুল ও মাদ্রাসার করণিকরা আর্থিকভাবে বঞ্চিত। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে করণিকদের সংখ্যাও অত্যন্ত কম। কাজের মানদণ্ডে তাদের বেতন অত্যন্ত কম।
তা সত্বেও COVID-19 PANDEMIC-এর কারণে যে সর্বাত্মক বিপর্যয় আজ বিশ্বব্যাপী নেমে এসেছে, সেখানে সামাজিক দায়বদ্ধতা থেকে করণিকরা আর্ত মানবতার সেবার এই অনুদান দিয়েছেন। কোভিড-১৯ ভ্রুকুটিকে উপেক্ষা করে সংগঠনের সদস্যদের এহেন উদ্যোগকে প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী সহ রাজ্যের সকল শুভবুদ্ধিসম্পন্ন সাধারণ মানুষ। বাংলারদর্পন