ফেনী প্রতিনিধি: ফেনী থেকে মাদক র্নিমূল অভিজান শুরু করতে হবে। ফেনী জেলা হলো মাদকের ট্রানজিট পয়েন্ট। এখন গ্রামের হাটবাজার গুলিতেও মাদক মিলছে। ফেনীকে মাদক মুক্ত করে একে একে সারাদেশ মাদক মুক্ত করতে হবে। শনিবার দুপুরে ফেনী জেলা কারাগার পরিদর্শনে এসে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ চৌধুরী এ সকল কথা বলেন।কারাগার পরিদর্শনের পূর্বে সচিব জেলা কারাগারের কর্মকর্তাদের সাথে কারা বন্দি বিষয়ে কথা বলেন। পরে কারাগারে নিয়ে নারী পুরুষ বন্দিদের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে সচিব বলেন ফেনী জেলা মেধাশূন্য হয়ে পড়ছে। মাদক র্নিমূল শুধু সরকারের দায়িত্ব ভাবলে চলবেনা। এটি সংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধিকেও ভাবতে হবে। নতুন কারা সুপারের বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রশ্নকরা হলে তিনি বলেন এ সকল অনিয়ম তার পূর্বে জানা ছিলনা। সচি বন্দিসংশোধনের বিষয়ে কারাগার পরিদর্শন ও বন্দিদের সাথে ভিজিটরদের পরিদর্শন করার অনুরোধ করেন। পরে তিনি ফেনীর নতুন জেলা কারাগার ভবনের নির্মান কাজ পরিদর্শন করে।
এ সময় সাথে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কারা কর্মকর্তা প্রার্থ,জেলা প্রশাসক আমিন উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, জেলা আয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম,জেলার শংকর মজুমদার প্রমুখ।