ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ নুরুল আফছার হত্যাকান্ডের ৪৬ বছরেও বিচার না হওয়ায় তার ভাই গোলাম কিবরিয়া গত ০১/০৩/২০১৭ইং তারিখে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে আইনি সহায়তা চেয়ে আবেদন করেন।
বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও মানবাধিকার সংশ্লিষ্ট বিদায় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির দৃষ্টি আকর্ষণ করেছে। সংগত কারণে অত্র সংস্থা প্রাপ্ত অভিযোগের সত্যতা যাচাই কল্পে ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তার উদ্দেশ্যে ৫ সদস্য বিশিষ্ট অনুসন্ধানী টিম গঠন করেন। রিভিউ সোসাইটির অতিরিক্ত নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার এর নেতৃত্বে ১৮ মার্চ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় উক্ত বিষয়ে অনুসন্ধানি টিম সরেজমিনে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন। অনুসন্ধান কালে প্রতিনিধি দল হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, অাবুল কাশেম কাজী, অাবু তাহের তানু, এস এম শাহজাহান, মো. ইসমাইল, নুরুল ইসলাম, অাবুল কালাম মিয়া, অাবদুল হাদি সহ বেশ কয়েক জন মুক্তিযোদ্ধার সাক্ষাতকার গ্রহন করেন।
অনুসন্ধান কালে পর্যবেক্ষণ দলে এডভোকেট পার্থ পাল চৌধুরী, দৈনিক অামাদের কন্ঠ’র জেলা প্রতিনিধি সৈয়দ মনির অাহমদ, রিভিউ সোসাইটির কর্মকর্তা হাজী আলী আশ্রাফ পাটোয়ারী, কৃষ্ণপদ দাস, মোহাম্মদ ইউসুফ, সাপ্তাহিক ফেনীর ডাকের সোনাগাজী প্রতিনিধি শরীয়ত উল্যাহ সহ মানবাধিকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রশাসন, সাংবাদিক ও বিপুল সংখ্যাক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থেকে মানবাধিকার পর্যবেক্ষণ টিমকে সহায়তা করেছেন।