সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মিলনায়তনে বৃহষ্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
তিনি বলেন, শিক্ষার্থীর অভিভাবকদের আরও সচেতন হতে হবে। উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান গুলো অত্র প্রতিষ্ঠানকে অনুসরন করবে। তাই এ বিদ্যালয়ের ফলাফল আগের চেয়ে ভালো হতে হবে।
উপজেলা নির্বাহি অফিসার মো. সোহেল পারভেজ’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জয়নুল আবেদিন’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ৮ম-১০ম শ্রেনীর শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।