প্রেস বিজ্ঞপ্তি-
রবিবার (২৩এপ্রিল) সকাল ১০টায় সোনাগাজী জিরোপয়েন্টে শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল অাফছার হত্যা মামলায় এজাহারভুক্ত আসামীদের অাত্মরক্ষামুলক কথিত মানববন্দন এর বরাত দিয়ে ২৪এপ্রিল ফেনীর কয়েকটি দৈনিক উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন করেছে। একাধিক পত্রিকায় প্রকাশিত ওই সংবাদ হুবহু মিল ছিল। এতে প্রমানিত হয় কোন প্রতিবেদক নয় অাসামী পক্ষ পত্রিকা দপ্তরে গিয়ে তদবির করে সংবাদ প্রকাশ করিয়েছে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য চিহ্নিত ও তালিকা ভুক্ত রাজাকার কে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল অাফছার এর পরিবার ও সদর ইউনিয়নে অা’লীগের সবচেয়ে বড় পরিবারকে জামায়াত বলে সংবাদে উল্লেখ করেছে। ওই দিনের এক বক্তা প্রবাসে থাকাকালীন আমাকে হত্যাকান্ডে তার ভাই ও এজাহারভুক্ত সকল অাসামী জড়িত থাকার কথা বলেছিলেন, কিন্তু অদৃশ্য কারনে জনসম্মুখে মিথ্যাচার করেছেন। অামরা প্রাপ্ত বয়ষ্ক হওয়ার পর থেকে ৪ ভাই প্রবাসে ব্যাবসা করছি। শুধু মাত্র ছোটভাই আবদুল মান্নান দেশে থাকতো, তবে সরকারী চাকুরীজীবি ছিল।
আমি ইতালীতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামীলীগ – ও বঙ্গবন্ধু পরিষদে সংগঠক হিসেবে দায়ীত্ব পালন করে অাসছি, অামার ছোট ভাই গোলাম ফারুক যুক্তরাজ্যে অা’লীগের রাজনীতিতে সম্পৃক্ত অাছে। সোনাগাজীর স্বাধীনতার স্বপক্ষের সকল ভাই বোনদের প্রতি অনুরোধ খুনি চক্রের বিরুদ্ধে সোচ্চার হোন। তাদের গুজবে কান দিবেননা। আমরা সঠিক বিচার প্রাপ্তির অাশায় ৪৬ বছর পর অাদালতে মামলা দিয়েছি। অাশা করি সঠিক বিচার পাবো।
——-
ধন্যবাদান্তে
গোলাম কিবরিয়া –
শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল অাফছার এর ছোট ভাই ও মামলার বাদী।