রামগড়ে ২০১৮সনের প্রশ্নপত্রে ২০২০’র এসএসসি পরীক্ষা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড়ে ২০২০ সালের পরিবর্তে ২০১৮ সালের প্রশ্নে এসএসসির বাংলা পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষার পর এ খবর ছড়িয়ে পড়লে পরীক্ষার্থীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের এমন ভুলে সব প্রশ্নের উত্তর লিখতে পারেনি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

কেন্দ্র সচিব ও রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল কাদের জানান, ভুলে ২০২০ সালের প্রশ্নের সঙ্গে ২০১৮ সালের প্রশ্ন চলে এসেছে। ঘটনার পরপরই তিনি এ বিষয়ে বোর্ড কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছেন। তবে এতে পরিক্ষার্থীদের কোন সমস্যা হবে না। খাতা কাটার সময় বিশেষ দৃষ্টিকোন থেকে তাদের খাতাগুলো দেখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, এ বিষয়ে শিক্ষার্থী ও অভিবাবকদের চিন্তিত হওয়ার কিছু নেই। ঘটনা শোনার পর এ বিষয়ে তিনি শিক্ষা বোর্ড নিয়ন্ত্রকদের সাথে যোগাযোগ করেছেন, পরীক্ষার্থীদের খাতা দেখার সময় সহানুভূতির সাথে বিষয়টি দেখা হবে। এছাড়া এ ঘটনায় গাফিলতির দায়ে কেন্দ্র সচিবসহ অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *