বঙ্গবন্ধু শিল্প নগর : বসতভিটা ও কৃষি জমি রক্ষার্থে মানববন্ধন

ফেনী প্রতিনিধি :
বঙ্গবন্ধু শিল্প নগরের জন্য অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা ন্যায্য মূল্য ক্ষতিপূরণ, বসতভিটা ও কৃষি জমি রক্ষার দাবীতে মানববন্ধন করেছেন। মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) সকাল ১১টায় সোনাগাজী জিরোপয়েন্টে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে সোনাগাজী উপজেলা ভূমি মালিক ও কৃষক ঐক্য পরিষদের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনাগাজী পৌরসভার প্যানেল মেয়র শেখ কলিম উল্লাহ রয়েল, সোনাগাজী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ সাধারন সম্পাদক নুর আলম মিস্টার, ভূমি মালিক বাহার উল্লাহ, গাজী মোহাম্মদ হানিফ, মোহাম্মদ হারুন প্রমূখ।

এ সময় রাম নারায়ন, চর খোন্দকার ও দক্ষিন চর খোন্দকার মৌজার শতাধিক ভূমি মালিক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা উপেক্ষা করে রাম নারায়ন ও চর খোন্দকার মৌজার নিম্ম আয়ের মানুষদের বসতভিটা ও কৃষি জমি অধিগ্রহনের পায়তারা হচ্ছে। এছাড়া চর এলেন ও দক্ষিন চর খোন্দকার মৌজার নাল জমি প্রতি শতাংশ (ডিসিমেল) মাত্র সাড়ে তিনশ টাকায় অধিগ্রহনের পায়তারা হচ্ছে।

অথচ উক্ত প্রকল্পে মীরসরাইয়ের অঞ্চলের ভূমি মালিকরা প্রতি শতাংশ ৬৩হাজার টাকা হারে ক্ষতিপূরণ পাচ্ছেন । নোটিশ পাওয়ার পর সংশ্লিস্ট দপ্তরে আবেদন করেও কোন ফল পায়নি ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত ভুমি মালিকগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *