সুবর্ণচরে বসতঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ

মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি: সুবর্ণচরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত বাড়ীতে ব্যপক হামলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ভাংচুরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগীরা। খবর পেয়ে ঘটনাস্থল
পরিদর্শন করে চরজব্বার থানা পুলিশ।

ঘটনাটি ঘটে, সুবর্ণচর উপজেলার ৫ নং চরজুবিলী ইউনায়নের দক্ষিণ কচ্চপিয়া
গ্রামের নুরুল হোসেনের পুত্র এনাম মাষ্টারের বাড়ীতে ।

সরজমিনে গিয়ে দেখা যায়, ভাংচুর এবং গাছ কর্তনের দৃশ্য। বেশ কিছু ফলদি
গাছ, টয়লেট, গভীর নলকূপ এবং ব্যবহারিত পানির ট্যাংক উপড়ে পেলেছে এতে
প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয় বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

বাড়ীর মালিক এনাম অভিযোগ করে বলেন, পূর্বের জায়গা জমি নিয়ে বিরোধের জের
ধরে একই গ্রামের প্রতিবেশী বেলায়েত হোসেন(৬০), বেলায়েত হোসেনের পুত্র
পারভেজ(২৯), ইয়াছিন আরাফাত, মুকবুল আহমেদের পুত্র আব্দুর রব আনোয়ারীসহ
অজ্ঞাত ২০/২৫ জনের এক দল যুবক বুধবার রাত ১টা ৩০ মিনিটের সময় তিনি বাড়ীতে না থাকার সুযোগে তার পরিবারকে জিম্মি করে এ হামলা চালায়। হামলাকারিদের মধ্যে ৪ জনকে চিনতে পেরেছেন তার স্ত্রী কামরুন নাহার বেগম সালেহা(৩৫)।

অভিযুক্ত পারভেজ এবং ইয়াছিন আরাফাতের কাছে জানতে চাইলে তারা বলেন, “আমরা ঘটনার সম্পর্কে কিছুই জানিনা এ ঘটনায় আমরা জড়িত নই, আমাদের ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।
এ.এস.আই কবির বলেন, আমি ঞটনান্থলে গিয়ে কিছ’ আলামত সংগ্রহ করেছি অভিযুক্ত পারভেজের বাড়ীতে গেলে তারা কেউ দরজা খুলেনি” ।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন বলেন ঘটনাটি শুনেছি
এবং এ.এস.আই কবিরকে ঘটনাস্থলে পাঠানো হয়, তবে ঘটনার পর থেকে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *