ফেনী প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুন্ড, মীরসরাই ও ফেনীর সোনাগাজী উপজেলায় নির্মানাধিন বঙ্গবন্ধু শিল্প নগর এর জন্য ভূমি অধিগ্রহন চলছে। সীতাকুন্ড ও মীরসরাই এলাকায় ন্যায্যমুল্য পেলেও সোনাগাজীর প্রতিটি মৌজায় প্রকৃত বাজার মূল্য পাচ্ছেনা ভূমি মালিকগণ । ইতিমধ্যে ভূমি মালিকদের পক্ষে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ দিয়েছেন বাংলাদেশ শিল্প ও উন্নয়ন করপোরেশন’র চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী।
তিনি বাংলারদর্পনকে বলেন, ভূমি অধিগ্রহনের প্রস্তাব করার পর গত ১ সেপ্টেম্বর তারিখে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও সাব রেজিষ্টার ১০২নং চর এলেন মৌজার গড়মূল্য নির্ধারণ করেন ৯হাজার টাকা । কিন্তু জেলা প্রশাসন গত ১২নভেম্বর ৮ধারায় যে নোটিশ দিয়েছেন সেখানে এক শতাংশ মূল্য দেখানো হয়েছে মাত্র ৩৫০টাকা । সরকার মৌজার নির্ধারিত মুল্যের তিনগুন ক্ষতিপূরন দিচ্ছে। সে অনুযায়ী ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ এক শতাংশ জমির মূল্য পাচ্ছেন মাত্র ১ হাজার টাকা।
চর এলেনের ভূমি মালিক নুরুল আলম মিস্টার ও মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন বাংলারদর্পনকে বলেন, পেঁয়াজের মূল্যে অধিগ্রহন হচ্ছে আমাদের জমি । সকল দপ্তরে অভিযোগ-আপত্তি জানিয়েও কোন লাভ হচ্ছেনা। জেলা প্রশাসনের কর্মকর্তাদের অবহেলার কারনে চর এলেন মৌজার ১২শ ভূমি মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের আহাজারি শুনার কেউ নেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন শাখার প্রধান সহকারি মো. আবদুল্লাহ বাংলারদর্পনকে বলেন, যাচাই-বাছাই করে মূল্য নির্ধারন করেছে জেলা প্রশাসন।