সোনাগাজী প্রতিনিধি>>> ফেনীর সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে রাতের আঁধারে ঘরে ঢুকে একই পরিবারের ৬জন নারী-পুরুষকে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (১৫জানুয়ারী) দিবাগত রাত তিনটার দিকে সোনাগাজী বাজার সংলগ্ন পান্ডব বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, হেদায়েত উল্লাহ মিন্টু, নূর নাহার, মাহমুদুল হক জাবেদ, সুলতানা আক্তার, রাজিয়া সুলতানা ও মাহমুদা আক্তার।
পুলিশ ও আহতরা জানান, পান্ডব বাড়ির মাহমুদুল হক জাবেদ গংদের সাথে একই বাড়ির পৌর কাউন্সিলর মাকসুদ আলমের পরিবারের সাথে দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। ক্ষতিগ্রস্তদের দাবি সে বিরোধের জের ধরে বুধবার দিবাগত রাত তিনটার দিকে পূর্বপরিকল্পিতভাবে মাকসুদ আলমের ভাই হেলাল উদ্দিন (৪২)এর নেতৃত্বে ২০-২৫জন সশস্ত্র সন্ত্রাসী মাহমুদুল হকে জাবেদের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা হেদায়েত উল্লাহ মিন্টু, নূর নাহার, মাহমুদুল হক জাবেদ, সুলতানা আক্তার, রাজিয়া সুলতানা ও মাহমুদা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ অস্বীকার করে সবুজ জানায়, তার ভাই রুবেলকে কুপিয়েছে মিন্টু ও তার সহযোগিরা। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধিন। তারা মামলার প্রস্ততি নিচ্ছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খুজ্জিস্তা আক্তার দীপা জানান, আহতদের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। এদের মধ্যে মাইন উদ্দিন রুবেল, নুর নাহার ও হেদায়েতুল ইসলাম মিন্টুর অবস্থা আশঙ্কাজনক।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লিখিত অভিযোগ পেয়েছি।আসামীরা পলাতক রয়েছে।