কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক | বাংলারদর্পন

গিয়াস উদ্দিন রনি,কোম্পানীগঞ্জ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিন ইয়াবা বিক্রেতাকে আটক করেছে পুলিশ ।
বুধবার রাত ১০টায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তিন ইয়াবা ব্যবসায়ীকে বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড থেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে,বসুরহাট পৌরসভা ৫নং ওয়ার্ডের খায়ের কাউন্সিলর বাড়ির অজি উল্যার ছেলে রমজান আলী রিপন প্রকাশ চায়না (১৯), বসুরহাট পৌরসভা ২নং ওয়ার্ডের মোয়াজ্জেম গো বাড়ির রেজাউল হকের ছেলে মো.নুরনবী (১৯), পৌরসভা ২নং ওয়ার্ডের রহিম বক্স ব্যাপারী বাড়ির আবদুল মালেকের ছেলে মো.জাবেদ (৩০)।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Related News

নোয়াখালীতে আ’লীগ সভাপতিকে কুপিয়ে জখম
গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী- নোয়াখালী জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনRead More

খেজুরের গরম রসে ঝলসে নাতির মর্মান্তিক মৃত্যু, দাদা আহত
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলায় খেজুরের গরম রসে ঝলসে যাওয়া সাত মাস বয়সী মোহনRead More