সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সন্ত্রাস, চাদাঁবাজ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সন্ধ্যায় আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।
আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির।
তিনি বলেন- সন্ত্রাসী, চাদাঁবাজ ও মাদক বিক্রেতা যে দলের হোক রেহাই দেওয়া হবেনা। যেখানেই মাদক বিক্রেতা ও সন্ত্রাসী দেখবেন সেখানেই প্রতিরোধ করবেন। সোনাগাজী উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরদরবেশ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টো, মঙ্গলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল প্রমুখ ।
এসময় স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ভুক্তভোগী ও এলাকার সর্বস্তরের ৫শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।