ফেনী প্রতিনিধি:
সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার রাতে সোনাগাজী ফুড গার্ডেনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমদু লিপটন। তিনি বলেন, সোনাগাজীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা ঐক্যবদ্ধ হলে উপজেলা পরিষদ দায়ীত্ব নিয়ে কমিটি গঠনে সহযোগীতা করবে। তিনি আশাকরেন নবনির্বাচিত তরুন নেতৃত্বকে সাংবাদিকদের কল্যানে কাজ করবে।
সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল্লাহ রিয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, ইনটেক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলাম,
শমসের নগর’র সম্পাদক এন এন জীবন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি জসিম উদ্দিন কাঞ্চন, সোনাগাজী প্রেসক্লাব সাধারন সম্পাদক গাজী মোঃ হানিফ, সোনাগাজী নজরুল একাডেমির সভাপতি নুরুল আমিন পলাশ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিপন, সমৃদ্ধ সোনাগাজী উন্নয়ন ফোরাম সভাপতি ইব্রাহীম মোহাম্মদ শাকিল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন রানা, রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সম্পাদক কবি মহি উদ্দিন খোকন, দপ্তর সম্পাদক আফতাব হোসেন মোমিন ভূঞা, সদস্য ছালাহ উদ্দিন প্রমুখ।