ফেনী জেলার ১৪২টি পূজামন্ডপে নিজাম হাজারীর অনুদান

ফেনী প্রতিনিধি>>

ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, পরিবার-পরিজন নিয়ে দুর্গাপূজা শতভাগ নিরাপদে করতে পারেন সেটি নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন নিরাপদে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে ভোট দিবে। পথিমধ্যে তার উপর নূন্যতম কোন নির্যাতন-অবিচার হয় আমি সকল অবিচারের উচিত জবাব দেবো। সেটা আমি মেনে নেবো না।

বিএনপি নেতা জয়নাল আবদীন ভিপির নাম উল্লেখ করে নিজাম হাজারী বলেন, ভোটের দিন আমি একটি কেন্দ্রে গেলে সেটি যাবো সুলতানপুরে। হিন্দুদের উপর কিভাবে নির্যাতন হয় আমি দেখবো। নির্যাতনকারিরা কত শক্তিশালী তাও দেখতে চাই। যত বড় নেতা হোক হিন্দু ভাইদের উপর সামান্যতম নির্যাতন করতে চায় আমি সেখানকার মাটি সহ তুলে ফেলবো। কোনরকম ছাড় দেয়া হবে না। হিন্দু সম্প্রদায় যেন নিরাপদে থাকতে পারে সেটি নিশ্চিত করতে চাই।

শনিবার বিকালে ফেনী পৌরসভার আনন্দ কমিউনিটি সেন্টারে ব্যক্তিগত তহবিল থেকে জেলার ১শ ৪২টি পূজামন্ডপে অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাজিব খগেশ দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিপি প্রিয়রঞ্জন দত্ত, ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, পূজা উদ্যাপন পরিষদের জাতীয় কমিটির সদস্য দুলাল চন্দ্র দাস ও এডভোকেট বিমল চন্দ্র দাস প্রমুখ।

দশমি ঘাটের অসমাপ্ত কাজ সমাপ্তের জন্য ১৬ মেট্টিক টন চাউল বরাদ্ধ দিয়েছি। বর্ষার পরপরই এটির কাজ শুরু হবে। অনুষ্ঠানে নিজাম উদ্দিন হাজারী ব্যক্তিগত তহবিল থেকে জেলার প্রত্যেকটি মন্ডপের জন্য ২ হাজার টাকা ও সদর উপজেলার ৫৪টি মন্ডপের জন্য সরকারি তহবিল থেকে ৪০ হাজার টাকা করে প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *