সোনাগাজীতে স্কুল ভবনে অগ্নিকান্ডে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

সোনাগাজী (ফেনী)প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া উদয়ন বিদ্যা নিকেতনের একটি টিনশেড কমপ্লেক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৯৩ফুট দৈর্ঘ্য পুরো ভবন, আসবাপত্র ও শিক্ষা উপকরন সম্পূর্ন ভস্মিভূত হয়। বৃহষ্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক বলেন, দীর্ঘদিন ধরে উপকূলীয় পশ্চিম চর ছান্দিয়া এলাকায় শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে নিম্ম মাধ্যমিক উদয়ন বিদ্যা নিকেতন। নাশকতার উদ্দেশ্যে অথবা প্রতিহিংসাবশত বিদ্যালয়ের টিনশেড কমপ্লেক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সে কমপ্লেক্সে ৬টি শ্রেনী কক্ষ ছিল। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাক্তিগতভাবে প্রতিষ্ঠানের পক্ষে এ ক্ষতি কাটিয়ে উঠা সম্ভম নয়।

উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা জামিল আহমেদ বলেন , খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছার আগেই ভবনটি ভস্মিভূত হয়। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব ,চর দরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো ও চর চান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।

শনিবার সকালে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত উল্লেখ করে সোনাগাজী থানায় অভিযোগ দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কাশেম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *