সোনাগাজী প্রতিনিধি :
উপকুলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা সোনাগাজী উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে প্রাণীসম্পদ দপ্তর আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল পারভেজ, ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক, জোবেদা নাহার, পৌর মেয়র এড রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
সভায় প্রাণীসম্পদ কর্মকর্তা বলেন, দেশের ৭ জেলার ১৬টি উপজেলায় সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়নে প্রকল্প গ্রহন করেছে আওয়ামীলীগ সরকার। এ প্রকল্পের আওতায় সোনাগাজীর ৩টি ইউনিয়নে প্রায় ১৫শ জন কৃষককে প্রশিক্ষন শেষে হাঁস ,মুরগি ও ভেড়া এবং লালন পালনের জন্য খাবার ও ঘর দেয়া হবে।
এতে উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।