মোয়াজ্জেম হোসেন কে জেলহাজতে প্রেরণ | বাংলারদর্পন

নিউজ ডেস্কঃ

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

আজ সোমবার বেলা ২টার দিকে তাঁকে সাইবার আদালতে তোলা হয়। সেখানেই তাঁর জামিন আবেদন করেন আইনজীবীরা। তবে শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করেন আদালত। তাঁকে এরপর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস শামস জগলুল হোসেনের আদালতে তাঁকে হাজির করা হয়। এরপর মোয়াজ্জেমের জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মাসুমা আক্তার।

এরআগে, সোমবার (১৭ জুন) দুপুর ১২ টা ৩০ মিনিটে তাকে  সিএমএম আদালতে এনে সেখানকার হাজতখানায় রাখা হয় । এবং দুপুর ২টায় সাইবার ট্রাইবুনালের তার বিচার কার্যক্রম শুরু হয় ।
 সোমবার (১৭ জুন) সকালে মোয়াজ্জেম হোসেনকে সোনাগাজী পুলিশের কাছে হস্তান্তর করে শাহবাগ থানা পুলিশ। গতকাল রোববার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে হাইকোর্ট এলাকা থেকে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গত ৬ এপ্রিল মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। এর আগে ২৭মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় যান নুসরাত। থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন সে সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে আদালতের নির্দেশে সেটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই গত ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দিলে ওই দিনই গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা জারির পর থেকেই দীর্ঘ দিন লাপাত্তা ছিল এই ওসি। অবশেষে গতকাল রাজধানীর শাহবাগ থেকে গ্রেফতার হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *