ফেনী’ প্রতিনিধি :
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ফুলছরি খালে ১৩ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
এসময় ফুলছরি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ছাগলনাইয়া পৌরসভার মটুয়া গ্রামের আবু তাহেরের ছেলে মিজানুর রহমানকে (৩৮) ৭০হাজার টাকা জরিমানা করা হয়।
ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হোমায়রা ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে মাস্ক ও সুরক্ষা সামগ্রী পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে জনগণকে সচেতন করা হয় এবং খাল থেকে অবৈধভাবে বালু তুলে পরিবেশের ভারসাম্য নষ্ট করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান ম্যাজিষ্ট্রেট।
বাংলারদর্পন