মো. সালাহ উদ্দিন : ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের দাগনভুঞা বাড়ীর ফকির আহম্মদের ছেলে মো. অারাফাত (১০) বুধবার রাত ৯টায় নিজগৃহে গলায় ফাঁস দিয়ে অাত্মহত্যার খবর পাওয়া গেছে।
সে উপজেলার ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র।
জানা যায়, বুধবার সন্ধায় টেলিভিশন দেখার সময় তার মা তাকে পড়ালেখার তাগিদ দেয়। ক্ষোভে নিজের শয়ন কক্ষে গলায় রশি পেছিয়ে অাত্মহত্যা করে। টের পেয়ে তার মা তাকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অারাফাতকে মৃত ঘোষনা করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, মাদ্রাসা ছাত্র অারাফাত মানসিক প্রতিবন্ধি ছিল। অাত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন তিনি।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ময়নাতদন্তের সিদ্ধান্ত এখনো হয়নি।