চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানার উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিম। এ খবর নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপের ডিসি প্রলয় কুমার জোয়ার্দার। এদিকে চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, ‘আমরা জঙ্গিদের বাসাটি ঘেরাও করে রেখেছি। অভিযান চালানো হবে।’
প্রলয় কুমার জোয়ার্দার জানান, চট্টগ্রামে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তিনি বলেন, ‘আমাদের টিম অলরেডি চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। তারা গিয়ে প্রথমে পরিস্থিতি পর্যালোচনা করবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ৩টা থেকে সীতাকুণ্ডের তালতলা এলাকায় দুই তলা একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। মিরসরাই থেকে আটক দুজনের দেওয়া তথ্য অনুযায়ী এই জঙ্গি আস্তানাটি শণাক্ত করে পুলিশ। এ সময় জঙ্গি আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারা হয়। গ্রেনেডের স্প্লিন্টারে সিতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোজাম্মেল আহত হয়েছেন। এই তথ্য জানিয়েছেন, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মসিউদৌলা রেজা। তিনি বলেন, ‘তালতলা এলাকার ওই আস্তানা ঘিরে অভিযান শুরু হবে।’