ফেনী প্রতিনিধি :
দৈনিক আমাদের সময় প্রতিনিধি ও সোনাগাজী টাইমস’র সম্পাদক সাংবাদিক ওমর ফারুক মাস্টার্সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ২০১৯ ইং সনে অনুষ্ঠিত স্নাতকোত্তর পরীক্ষায় ফেনী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অংশ নিয়েছিলেন তিনি । এ বিভাগে মাস্টার্সের নিয়মিত ছাত্র ছিলেন তিনি। এই কলেজে একই বিভাগ থেকে অনার্সেও তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ছিলেন।
ইতোপূর্বে তিনি কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধিনে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসা থেকে অংশ গ্রহন করে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন।