আগামীকাল রামগড় উপজেলা আওয়ামীলীগের সন্মেলন, নেতৃত্বে নিয়ে চলছে জল্পনা কল্পনা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
আগামীকাল বুধবার ৩০ অক্টোবর সকালে রামগড় লেক পাড়স্থ বিজয় ভাস্কর্যের সামনে রামগড় উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা সহ খাগড়াছড়ি জেলার শীর্ষ নেতারা।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নির্দেশনায় ইতোমধ্যে সম্মেলন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন আয়োজনের জন্য কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে চলছে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সম্মেলনকে ঘিরে ঝিমিয়ে পড়া কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে চাঙ্গাভাব। পাশাপাশি চলছে নতুন কমিটি গঠন, ত্যাগী ও যোগ্য নেতার খোঁজসহ নানাবিধ আলোচনা। এ নিয়ে উপজেলা পর্যায়ে দফায় দফায় প্রস্তুতি সভা, নেতা-কর্মীদের মধ্যে শলা পরামর্শ। তবে এসবের মধ্যে মূখ্য আলোচনা হচ্ছে ‘কারা’ গুরুত্বপূর্ণ পদে স্থান পাচ্ছেন। দলের জন্য ত্যাগী, রাজনৈতিক যোগ্যতা, অতীত কর্মকান্ড, নির্যাতিত, হামলা-মামলাসহ নানাভাবে যোগ্যতা বিবেচনা করেই উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন যোগ্য নেতারা।

এসব নিয়েই জেলা উপজেলার শীর্ষ নেতাদের মাঝেও চলছে নানা কৌশলী লবিং তদবির। তাছাড়া আওয়ামী লীগসহ অসঙ্গসংগঠনের জেলা উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের কাছেও পদপ্রত্যাশী নেতারা ধর্ণা দিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *