ফেনীতে যুব মৈত্রীর কমিটি গঠন

ফেনী প্রতিনিধি :
ফেনীতে ২৭ জানুয়ারি বিকাল ৫টায় ডক্টর সাজ্জাদ মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের মধ্য
দিয়ে অ্যাডভোকেট পিয়াস মজুমদারকে আহ্বায়ক ও মোতায়ের হোসেন সুমন,
এডভোকেট তুষার কান্তি পাল, মোঃ আলাউদ্দিনকে যুগ্ন আহ্বায়ক করে বাংলাদেশ যুব
মৈত্রী ফেনী জেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন সোলায়মান ভূঞা রাসেল, মাজহারুল ইসলাম
সৈকত, আশরাফুজ্জামান মিরাজ, অ্যাডভোকেট অনুপ মজুমদার, আনোয়ার হোসেন
সোহাগ, শাহাদাত হোসেন শরীফ, কাউসার আলম তুহিন, আহসান শুভ, মোহাম্মদ
হানিফ, রাজেশ দাস, প্রীতম পাল।

যুব মৈত্রীর ফেনী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট
পিয়াস মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতায়ের হোসেন সুমনের
সঞ্চালনায় অনুষ্ঠিত এ কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান।

এ কাউন্সিল অধিবেশন উদ্বোধনসহ বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির
সহ-সভাপতি কায়সার আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের
ওয়ার্কার্স পার্টির ফেনী জেলা শাখার সভাপতি এম মশিউর রহমান মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফেনী জেলা শাখার সদস্য
মুক্তিযোদ্ধা ডাঃ শাহ আলম। এছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী
দেলোয়ার হোসেন বাবু, এডভোকেট পিয়াস মজুমদার, মোতায়ের হোসেন সুমন,
অ্যাডভোকেট তুষার কান্তি পাল, অ্যাডভোকেট অনুপ মজুমদার, সোলায়মান ভূঞা রাসেল।
সভায় বক্তারা দেশের রাজনীতির চলমান সংকট ও যুব সমাজের অবক্ষয় নিয়ে ব্যাপক আলোচনা
করেন। বেকারত্ব দূর করা সহ যুবসমাজের ন্যায্য দাবি আদায়ের ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান
জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *