ফেনী প্রতিনিধি :
কেন্দ্রীয় নিদের্শনা অনুযায়ী সারাদেশের ন্যায় ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন শেষে বুধবার (১৬ অক্টোবর) বিকেলে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। উক্ত সম্মেলনে তৃনমূল কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন উপজেলা সভাপতি ও সাধারন সম্পাদক। তবে কাউন্সিলরদের মতামত নেয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে। এ কারনে ওয়ার্ড ও ইউনিয়ন সভাপতি-সম্পাদকসহ কাউন্সিলরদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। নির্বাচন কমিশন গঠন না করায় এবং ফেনীর অন্যান্য উপজেলা সম্মেলন দেখে ধারনা করা হলেও সোনাগাজী উপজেলা কমিটির নেতা নির্ধারনের প্রক্রিয়া জানায়নি জেলা আ’লীগ। সম্মেলন সফল করার লক্ষে ৫টি উপ-কমিটি দিন-রাত কাজ করছে।
প্রচার উপ-কমিটির প্রধান এমএ মজিদ ভুলূমিয়া বলেন, গত ৫দিন ধরে মঞ্চ, অভ্যর্থনা গেইট, আলোকসজ্জা, দলীয় কার্যালয় আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম, তোরন প্রস্তুতের কাজ চলছে। সরজমিনে দেখা গেছে ফেনীর লালপুল থেকে সমাবেশস্থল পর্যন্ত সড়কের দুপাশে নৌকা, তোরন, ব্যানার ও পেষ্টুন লাগানো হয়েছে। সভাপতি-সাধারন সম্পাদক প্রার্থী ছাড়াও মেয়র, কাউন্সিলর, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আ’লীগ নেতা, যুবলীগ, ছাত্রলীগ নেতারা ব্যাক্তিগত উদ্যোগে দৃষ্টিনন্দন তোরন স্থাপন করেছে।
উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ বলেন, সম্মেলন উপলক্ষে আগত কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে স্বাগতম জানাতে এসব তোরন স্থাপন করা হয়েছে।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মফিজুল হক বাংলারদর্পনকে বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুই পর্বের উক্ত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ফেনী বিশ্ব বিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, বিশেষ অতিথি থাকবেন জেলা আ’লীগ সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধূরী । সম্মেলন উদ্বোধন করবেন জেলা আ’লীগ সভাপতি আবদুর রহমান বিকম। আশাকরি ২০হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন।
জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার বাংলারদর্পনকে বলেন, আ’লীগ’র তৃনমূল নেতাদের মতামতের ভিত্তিতে জেলা আ’লীগ নেতৃত্ব নির্বাচন করবেন।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৩ সালে উপজেলা আ’লীগের সম্মেলনে প্রতিনিধি/কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ফয়েজুল কবির সভাপতি ও রফিকুল ইসলাম খোকন সাধারন সম্পাদক নির্বাচিত হন।