উপজেলা আ’লীগের সভাপতি পদে এড.নাছির উদ্দিন বাহারকে দেখতে চায় নেতাকর্মীরা

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী :
মুক্তিযোদ্ধা পরিবারের একজন গর্বিত সদস্য, দক্ষ সংগঠক, নীতি ও আদর্শের প্রশ্নে আপোষহীন, অনলবর্ষী বক্তা, দুঃসময়ের সোনাগাজী উপজেলা আ’লীগের কাণ্ডারী, প্রতিথযশা আইনজীবী এডভোকেট নাছির উদ্দিন বাহার।

পা‌রিবা‌রিক পরিচিতি:-
পিতা মরহুম আব্দুলবারী গরী‌বের বন্ধু খ্যাত র‌ফিক উদ্দিন ইন্তুমিয়ার ঘনিষ্ট সহচর ছিলেন, মু‌ক্তিযু‌দ্ধে সংগঠ‌কের দায়িত্ব পালন ও যু‌দ্ধে তার দুই ছে‌লে অংশগ্রহণ করায় কু‌ঠিরহাট রাজাকার ক্যা‌ম্পে ৪দিন আটকে রে‌খে তাকে শারী‌রিক ও মান‌সিকভাবে নির্যাতন করা হয়।

ভাই মরহুম মু‌ক্তিযোদ্ধা মাস্টার ম‌হিউদ্দিন ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর উপ‌জেলা আ’লী‌গের সাংগঠ‌নিক দায়িত্ব পালন ক‌রে‌ছেন। আ‌রেক বড় ভাই মু‌ক্তি যোদ্ধা সাহাব উদ্দিন উপ‌জেলা মু‌ক্তিযোদ্ধা কমান্ডের সা‌বেক সহকারী কমান্ডার ও বর্তমা‌নে জেলা মু‌ক্তিযোদ্ধা সংস‌দের সমাজসেবা সম্পাদক ও ২নং বগাদানা ইউনিয়নের কৃষকলী‌গের সভাপ‌তি হিসা‌বে দায়িত্বরত আছেন। চাচা‌তো ভাই ফ‌রিদ উদ্দিন আহ‌মেদ রতন ঢাকা দ‌ক্ষিন সি‌টি ক‌র্পো‌রেশ‌নের প্যা‌নেল মেয়র ও ক‌মিশনার হিসেবে দায়িত্ব পালন কর‌ছেন।

স্ত্রী জো‌বেদা নাহার মি‌লি সোনাগাজী এনা‌য়েত উল্যাহ ম‌হিলা ক‌লে‌জের ব্যবস্থাপনা বিষ‌য়ের প্রভাষক ও বর্তমান সোনাগাজী উপ‌জেলা পরিষদের ম‌হিলা ভাইস চেয়ারম্যান হি‌সে‌বে দায়ি‌ত্বরত রয়েছেন।

না‌ছির উদ্দিন বাহার মু‌ক্তিযোদ্ধা ম‌হিউদ্দিন বারী ফাউন্ডেশ‌নের চেয়ারম্যান, ওসমা‌নিয়া উচ্চ বিদ্যাল‌য়ের প‌রিচালনা ক‌মি‌টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইতিপূর্বে বকুলতলা সরকার‌ি প্রাথ‌মিক বিদ্য‌ালয়, মন্দারী সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়, কু‌ঠির হাট সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের বি‌দ্যোৎসাহী সদস্য ছি‌লেন।

রাজ‌নৈ‌তিক পরিচিতি:-
না‌ছির উদ্দিন বাহার বর্তমান উপ‌জেলা আ’লী‌গের সদস্য, তিনি ১৯৯৭-২০০৮ জেলা আ’লী‌গের সদস্য, ২০০২-২০০৬ বিএনপি-জামাত জোট সরকা‌রের সময়ে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদ‌ক, ২০০৬-২০০৮ উপ‌জেলা আ’লী‌গের যুগ্ন আহবায়ক ও যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৮-৯০ ছাত্রলীগের ফেনী জেলা সভাপ‌তি, ১৯৮৯-৮০ উপ‌জেলা ছাত্রলী‌গের সহ সভাপ‌তি,১৯৭৮-৭৯ ছাত্রলীগ বিষ্ণপুর উচ্চ বিদ্যালয় শাখার সাংগঠ‌নিক সম্পাদক ছিলেন।

তাই আগামী ১৬ই অক্টোবর অনুষ্ঠিত সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন নেতা এডভোকেট নাছির উদ্দিন বাহারকে সভাপতি পদে দেখতে চায় সোনাগাজীর সচেতন আওয়ামীলীগ নেতাকর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *