রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী।
সোমবার দুপুরে জেলার রামগড়ের ২নং পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী এলাকার ৮ম শ্রেণীর ছাত্রীর বিয়র আয়োজন করে পিতা মোঃ শাহজাহান। বরের বাড়ি ফটিকছড়ির হেয়াকোতে।
বর ও কাজী আসার আগেই উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত বাল্য বিবাহের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সরওয়ার উদ্দিন কে ঘটনাস্থলে পাঠায়, কিশোরীর বিয়ের আয়োজন সঠিক হওয়াতে বাল্য বিবাহ আইন ২০১৭ এর ৮ ধারামতে মেয়ের পিতা মো: শাহ জাহানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাদান করেন এবং বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন।