প্রেস বিজ্ঞপ্তি-
৩০ সেপ্টেম্বর সোমবার ধানমন্ডিতে উজজীবিত বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. রাসেল আমীণ সম্রাট এর উপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রমকে তরান্বিত করার স্বার্থে কেন্দ্রীয় কার্যকরি কমিটি (২০১৯-২০) ঘোষণা করা হয়। উক্ত সংগঠনটি ২০১৪ সালের ১৬ ডিসেম্বর নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নে (উপকেন্দ্রে) অসামাজিক কাজ ও ব্যক্তির বিরুদ্ধে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। নিম্নে কমিটিতে দায়িত্বপ্রাপ্ত লোকদের নাম ও পদবী দেয়া হলোঃ আহবায়ক-কিশ্ওয়ার সুলতানা পাপড়ি (চট্টগ্রাম), যুগ্ম আহবায়ক-অধ্যাপক ড. আবু কায়েস মাহমুদ নূর হোসেন মুক্তিযোদ্ধা (নোয়াখালী),
সদস্য সচিব-আলহাজ্ব মোঃ আবু তাহের মুক্তিযোদ্ধা (নোয়াখালী), যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবির (ফরিদপুর),সাংগঠনিক সচিব মেরিন ইঞ্জিনিয়ার মেহবুব আলম শাকিল (ঢাকা), যুগ্ম সাংগঠনিক সচিব ১ এম. ডি. আজাদ হোসেন (ফরিদপুর), যুগ্ম সদস্য সচিব ২ মুহাম্মদ ওমর ফারুক (নোয়াখালী),অর্থ সচিব-মুহাম্মদ আশরাফুল ইসলাম (ময়মনসিংহ),স্বাস্থ্য সচিব ডাঃ নাজমুল এ কার্জন (টাঙ্গাইল), প্রেস সচিব এড. কলিম উদ্দিন মামুন (কক্সবাজার), গোয়েন্দা সচিব সাব্বির আহমেদ জয় (গাজীপুর),
সমন্বয়ক সচিব সৈয়দ মনির আহমদ (ফেনী), নারী ও শিশু সচিব ডাঃ মেহেরুন মুন্নি (কুমিল্লা), মানবাধিকার সচিব আশরাফুল আলম রুবেল (জামালপুর), আইন সচিব এড. জুলফিকার আলী ভুট্রো (নোয়াখালী), অনুদান সচিব- আমিরুল ইসলাম বাহার (ভোলা), শ্রম সচিব মুহাম্মদ ইসরাফিল কাজী (নরসিংদী), মুক্তিযোদ্ধা সচিব গোলাম মোস্তফা কামাল (নড়াইল), আর্কাইভ সচিব মুহাম্মদ সেলিম চৌধুরী (নোয়াখালী), প্রচার ও প্রকাশনা সচিব আজগর মিজি বাবু (লক্ষীপুর), বিচার, শালিস ও ধর্ম সচিব মুফতি মোঃ শফিক উল্যাহ মিয়াজি (নোয়াখালী),
ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব শিল্পী মোঃ অন্তর রহমান (রংপুর),ব্লাডগ্রুপ সচিব শাহ আমানত সবুজ (নোয়াখালী), ত্রান ও বস্ত্র সচিব মুহাম্মদ মিজানুর রহমান (যশোর), দারিদ্র্য বিমোচন সচিব মুহাম্মদ মিঠু হান্নান (ভোলা),ম্যানেজমেন্ট সচিব এহসানুল কবির বকুল (ঢাকা),সমবায় সচিব এম. নজির উল্যাহ (নোয়াখালী)।
উক্ত কমিটি দেশ ও দশের স্বার্থে সামাজিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিন্মোক্ত কাজ করবে। যা সম্পূর্ণ অরাজনৈতিক স্বতন্ত্র হিসেবে চলমান থাকবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে উজ্জীবিত বাংলাদেশ গড়বে।