ফুয়াং ক্লাবে অভিযান : বিপুল পরিমান মদ ও টাকা জব্দ | বাংলারদর্পন

নিউজ ডেস্কঃ
রাজধানীর তেজগাঁও ফুওয়াং ক্লাবে অভিযানে বিপুল অবৈধ মদ-বিয়ার ও এবং আমদানি নিষিদ্ধ সিগারেট ও সাত লাখ টাকা জব্দ করেছে র‌্যাব। বৈধ কোনও কাগজ দেখাতে না পারায় মাদকগুলো জব্দ করা হয়েছে। সিলগালা করে দেয়া হয় ক্লাবটি। গ্রেপ্তার করা হয় তিনজনকে।

অভিযান শেষে আজ র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, ১১ ঘণ্টাব্যাপী আমাদের এ অভিযান শেষ হয়েছে। ফুওয়াং ক্লাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিগারেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২ হাজার ২০০ বোতল মদ আর ১০ হাজারের বেশি বিয়ারের ক্যান। যার সবই অবৈধ ও অনুমোদনহীন।

গেল সোমবার রাজধানীর তেজগাঁও ফুওয়াং ক্লাবে অভিযান চালায় পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ নেতৃত্বে কয়েক ঘণ্টার অভিযানের পর সাংবাদিকদের জানানো হয় ক্লাবটি সকল নিয়ম মেনে চলছে। পাওয়া যায়নি অবৈধ কোনকিছু।

তবে এর তিনদিনের মধ্যে আবারও অভিযান চালায় র‌্যাব। মধ্যরাত থেকে শুরু হওয়া এ অভিযান শেষ হয় বৃহস্পতিবার দুপুরে। পাওয়া যায় বিপুল অবৈধ মাদক। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় এ ঘটনায় মালিকসহ চারজনের নামে দুটি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর ক্লাবগুলোতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলেও জানায় র‌্যাব। অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দেয় সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *