তথ্যমন্ত্রী মনোনীত হওয়ায় ড. হাছান মাহমুদকে বিএমএসএফ’র অভিনন্দন

ঢাকা ৬ জানুয়ারি ২০১৮: বীর চট্টলার কৃতিসন্তান ও আধুনিক রাঙ্গুনিয়ার রুপকার, সাবেক পরিবেশ মন্ত্রী ড: হাচান মাহমুদকে বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী নিযুক্ত করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, জনাব হাচান মাহমুদের মত একজন গুণী ও প্রথিতযশা রাজনীতিবিদকে তথ্য মন্ত্রনালয়ের দায়িত্ব প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে সংগঠনটির নেতৃবৃন্দ।

বিএমএসএফ নেতৃবৃন্দ আশা করছেন দীর্ঘ ৪৭ বছরের গুনেধরা তথ্য মন্ত্রনালয়টির সাথে জড়িত দেশের হাজার হাজার সাংবাদিক আজ আনন্দিত এবং গর্বিত। আমরা আশা করছি তাঁর সুযোগ্য নেতৃত্বে এদেশের সাংবাদিক সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। পাশাপাশি সারাদেশের সাংবাদিকদের প্রাণের দাবি পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজটিও আলোর মুখ দেখবে। পাশাপাশি বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য কাজ করবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *