ছাত্রলীগের ৩২৩ পদ প্রত্যাশীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক :

বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামীর নেতৃত্ব হাতে তুলে দেওয়ার আগে তাঁদের রাজনৈতিক মেধা, দক্ষতা, যোগ্যতার পরীক্ষা নিতে এই পদক্ষেপ নিয়েছেন শেখ হাসিনা।

বুধবার রাতে গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ছাত্রলীগের নেতা হতে মনোনয়ন ফরম সংগ্রহ করা ৩২৩ প্রার্থীকে সরকারি বাসভবন গণভবনে সাক্ষাতের জন্য ডাকবেন প্রধানমন্ত্রী । আগামী রোববার ও সোমবার ডাকা হতে পারে এসব পদ প্রত্যাশীদের।

ছাত্রলীগের নেতা হতে ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া শেষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও আবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এর আগে ছাত্রলীগের ২৯তম জাতীয় দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ১১১ ও সাধারণ সম্পাদক পদের জন্যে ২১২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। চলতি মাসের ১১ও ১২ তারিখ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে নতুন নেতা নির্বাচন করা ছাড়াই শেষ হয় সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *