মোঃস্বাপন মজুমদার বাহারাইন-
বাহারাইনের আয়তনে ছোট হলেও অর্থ-নৈতিক ভাবে মোটামুটি স্বাবলম্বী, বাংলাদেশি লাখের উপরে লোকের বসবাস,মোটামুটি আয়- রোজগার করে মানুষ চলতেছে,
গত চার মাস ধরে প্রতি দিন শতশত বাংলাদেশি নতুন ভিসায় বাহারাইন চলে এসেছে,বর্তমানে ও আসতেছে,
চার মাস আগে যাদের কাজ ছিলোনা তার উপর যোগ হয়েছে নতুন বেকার লোক,
যেন মরার উপর খাঁড়ার ঘা এমনে পাইনা ভাত তার উপর বিরানি খুজে বাসন পাইতে কষ্ট হয় কাচের প্লেট টোকায়
হাজার হাজার লোকের কাজ নেই গত চার মাস ধরে, এখন শুরু হয়েছে ভিসা বাতিল,((visa cancel)) শুনতেছি ৫০ হাজারের উপরে ভিসা বাতিল করা হবে?সব ভিসা গুলোর আরবি হলো শিয়া,বাহারাইন শিয়া অধ্যুষিত দেশ ৬৫/৭০ % লোক শিয়া,যদিও দেশ পরিচালনা করে সুন্নি লোকেরা, সরকারের টার্গেট শিয়া আরবিদের ধমানো,মূলত ধমতেছে বাঙ্গালী লোকেরা এই দেশে ফ্রি ভিসায় কাজ করে বাঙ্গালী লোকেরা ভারত,নেপাল,, শ্রীলংকা পাকিস্তান ইনদোনশিয়া, ফিলিপাইন এসব দেশের লোকেরা হাজারে ১/২ জন পাবেন ফ্রি ভিসায় কাজ করে,তাদের দেশের সরকারের সাথে বাহারাইন সরকার বা বাহারাইনি বড় কোম্পানির সাথে চুঔি করে এই সব দেশ থেকে লোক নিয়ে আসে তারা,বাংলাদেশি লোকেরা ফ্রি ভিসায় এসে এই দেশের কিছু কোম্পানিতে ভিসা পরিবর্তন করার সুযোগ পায়, না হয় দেশ থেকে সরাসরি কোন কোম্পানি লোক এনেছে এর নজির খুবই কম,
বাংলাদেশ এম্ব্যাসি বা বাংলাদেশ সরকার বাহারাইন সরকার বা কোন কোম্পানির সাথে চুঔি করে লোক পাঠাতে পারেনি,
পাডা পুতার গসা গসি মরিচের দসা শেষ,,,,
LMRA বে -সরকারি একটি সংস্থা, যেটার মাধ্যমে বাহারাইন সরকার বা কোম্পানি গুলো লোক নিয়োগ করে থাকে,সকল প্রকার ভিসার কাজ এই LMRA করে থাকে,
এটার প্রধান চালকের আসনে বসে আছে ভারতীয় মীর -জাফরেরা, তারা বাহরাইন সরকার কে বিভিন্ন লাভ দেখিয়ে প্রতি বছর হাজার হাজার বাঙ্গালী লোকের ভিসা বাতিল করে চলতেছে? কোন প্রতিবাদ নেই??
বাহারাইন সরকারের আয়ের উৎস হয়ে উঠেছে ভিসা বিঐি,আর সেটার প্রধান কাষটমার হয়ে গেছে বাংলাদেশিরা,
ভারতের মধ্যপ্রাচ্য দখলের যেই টার্গেট সেটা পূরন করতেছে বাহারাইনের LMRA, ভারতীয় কোম্পানি,,, এই LMRA দিয়ে বাংলাদেশিদের ধবংস দিতেছে,
শিয়া আরবির ছোট ছোট সি আর থেকে বাংলাদেশি লোকেরা ভিসা কিনে, নিজের পাড়াপ্রতিবেশি নিজের আপন জনদের নিয়ে আসে ভাগ্য পরির্বতনের জন্য, এখানে এসে তারা LMRA নামক ভারতীয় কোম্পানির কঠিন ঝাকাতলে পড়ে দিশেহারা হয়ে যায়,
শিয়াদের কে স্তব্ধ করা নয়, বাংলাদেশিদের স্তব্ধ করে দিতেছে বাহরাইনের LMRA ভারতীয় কোম্পানি টি,
বাংলাদেশ সরকার কোথায় আছে কেউ কি দেখেছেন বাহারাইনে??,বাংলাদেশি প্রবাসীরা কেমন আছে? ভিসা আছে কিনা? চাকরি আছে কিনা কোথাও কোন বৈষম্যের শিকার হইতেছে কিনা?,কোন খবর নিয়েছে বাহারাইনে থাকা বাংলাদেশ এম্ব্যাসি,???শুধু অফিসে বসে ভিসা ইস্যু আর কিছু অসাদু দালালের পকেট পূরনে ব্যস্ত তারা? কত হাজার লোক বাহারাইন আছে তাদের কাজ আছে কিনা না বেকার কোন খবর নিয়েছে?
বর্তমানে বাহারাইনের যেই করুন পরিনতি!বেকার লোকদের করুন আহাজারি বাহরাইনের আকাশ বাতাস ভারি হয়ে যাইতেছে,, সেটার দায়বার কে নিবে?
হাজার হাজার লোকের কাজ নেই,
খাওয়া, থাকা,পকেট খরচ কে দিবে?
প্রতিদিন ভিসা cancel করতেছে LMRA!!!
তার উপর ভিসা নেই LMRA নামক ভারতীয় কোম্পানির দরপাকড় গত কাল থেকে শুরু হয়ে গেছে, একমাএ আল্লাহ জানে কার ভাগ্য কি আছে?
যারা দেশে ছুটিতে গিয়েছে অসংখ্য লোক বাহারাইন বিমান বন্দর থেকে ফেরত গিয়েছে,
কার কাছে চাইবো এই LMRA নামক ভারতীয় কোম্পানির বাংলাদেশিদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধের বিচার,
বাহারাইন সরকার তো লাভবান তারা দেখেও না দেখার বান দরে আছে,
LMRA তো পেয়েছে বক্ততার লাগল,,,যতো পারো cancel করো,বাঙ্গালী ধবংস করো,,
বর্তমানে যারা বাংলাদেশে বসে বসে বাহারাইন আসার সপ্ন দেখতেছেন, তাদের সপ্ন টাকে মাটি দিয়ে দিন,যেই দেশে LMRA নেই সেই দেশে যান, তার পরও ফ্রি ভিসায় বর্তমানে বাহারাইন আসবেন না,বাংলাদেশ সরকার বা বাংলাদেশ এমব্যাসি যদি কোন কঠিন বা মহতি উদ্যাগ না নেয়,নতুন করে বাহারাইন আশার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন
বাংলাদেশ এম্ব্যাসি সাময়িক বাহারাইনের ভিসা বন্ধ করেছে, কতটা কার্য্যকর হবে আল্লাহ যানে,??
বাহারাইনের বর্তমান পরিস্থিতি তে হাজারো বাঙ্গালীর একই সুরে স্লোগান তুলতেছে,, ভারতীয় মীর-জাফর কোম্পানি LMRA হটাও বাঙ্গালী বাঁচাও, LMRA বাতিল করে বাহরাইন সরকার টু বাংলাদেশ সরকারের মাধ্যমে ভিসা আদান প্রধান করা হোক,
তাতে বাংলাদেশিরা যেমন উপকৃত হবে ভিসার দালালি বন্ধ হবে,বাংলাদেশিরা বাহারাইনে হয়রানির শিকার হবে না,,
ভারতীয় লোকদের কারনে বর্তমানে বাহারাইনে বিদ্যুৎ এর দাম দুই গুন করা হয়েছে,শুধু বাহিরা রাষ্ট্রের লোকদের জন্য,তাতে সবার জীবন যাএার ব্যয় বৃদ্ধি পেয়েছে!!
ভিসা জটিলতার এই সমস্যা সমাধানে বাহারাইনস্থ বাংলাদেশ এমব্যাসি সুষ্ঠু একটি পদক্ষেপ নিয়ে হাজারো বাংলাদেশি কে শেষ রক্ষা টুকু করবেন সেই আশায় বুক বেঁধে বসে আছে হাজারো বাংলাদেশি প্রবাসী
বাহারাইনের দ্বীপ রাষ্ট্র বাহারাইন