সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
আদিবাসি মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ফেনীর সোনাগাজী উপজেলা চত্বরে শুরু হয়েছে মাসব্যাপি শিল্প ও পণ্য মেলা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাছরিন আক্তার’র সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ, আদিবাসি মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি রাখি মনি সিনহা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন , উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠান শেষে আদিবাসি শিল্পিদের নৃত্য ও গান উপভোগ করেন অতিথিবৃন্দ। মেলায় ৩৫ টি স্টলে আদিবাসিদের তৈরি পোশাক ও পণ্য প্রদর্শন করা হয়েছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্যও নানা ইভেন্ট রাখা হয়েছে।