সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে কিশোরী (১৬) ধর্ষনের অভিযোগে আশ্রাফুল আলম বাবলা মিয়া (৩০) নামের এক ধর্ষককে আটক করেছে পুলিশ। সে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হররিামপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। সোমবার বিকেলে (২৩ সেপ্টেম্বর) উপজেলার চর কৃঞ্চজয় থেকে তাকে আটক করা হয়।
মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, নানার বাড়ীতে বেড়াতে এসে রোববার রাতে ধর্ষনের শিকার হয় ওই কিশোরী। রাতেই তাকে হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। সোমবার বিকেলে ধর্ষক বাবলা মিয়া কে আসামী করে অভিযোগ দেন ধর্ষীতার মামা কামরুল ইসলাম । অভিযোগ পেয়ে কৃঞ্চজয় গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কামরুল ইসলাম বলেন, পরিবারের সবাইকে চেতনানাশক ওষুধ খাইয়ে তার ভাগনিকে ধর্ষন করে বাবলা মিয়া । সে আমাদের বাড়াটিয়া ছিল।