নিজস্ব প্রতিবেদকঃ
গত ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ঘটিকায় ধানমন্ডি ৩২ নাম্বার থেকে বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল করা হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীদের নিয়ে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ধানমন্ডির কয়েকটি সড়ক পদক্ষিণ করে।
উল্লেখ্য, শামসুজ্জামান দুদু জাতীয় শোক দিবস(১৫ই আগষ্ট) কে কেন্দ্র করে কটুক্তি করায় এবং বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়।
উক্ত মিছিলে অনতিবিলম্বে শামসুজ্জামান দুদুর বিচারের দাবি করা হয়।