পটুয়াখালী প্রতিনিধি।
জেলার গলাচিপা উপজেলায় এক কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতের নাম ইলিয়াস খাঁ (৩৫)। তার বাড়ি উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার পানপট্টির মুক্তিযুদ্ধের হাট এলাকায় এই ঘটনা ঘটে। এসময় দেলোয়ার হোসেন দফাদার (৩৫) নামের কৃষি ব্যাংকের এক পিয়নকে জখম করা হয়েছে। পুলিশের ধারণা, হত্যার ঘটনা দেখে ফেলায় তার ওপর হামলা হয়।
আহত দেলোয়ারকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক মোল্লা জানান, নিহত ইলিয়াস পানপট্টি এলাকায় কাঠের ব্যবসা করতেন। হত্যার দৃশ্য দেখে ফেলায় দেলোয়ারের ওপর হামলা হয়েছে বলে পুলিশের ধারণা।
ওসি জানান, দেলোয়ারের গলায় ধারালো অস্ত্রের আঘাত থাকায় তিনি কথা বলতে পারছেন না। তবে কী কারণে হত্যা হয়েছে, পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।