নিউজ ডেস্কঃ
আসাম রাজ্যের অর্থমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার ‘আসাম থেকে ১৫ লাখ লোককে বাংলাদেশে ফিরিয়ে নিতে বলা হবে’ মন্তব্য প্রসঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কড়া জবাব দিয়েছেন।
দেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রশ্নই আসে না। আমাদের দেশের যদি নাগরিক না হয়ে থাকে, তাহলে আমরা কেন আনতে যাবো তাদের। প্রথম কথা হলো, আমাদের দেশ থেকে গিয়েছে কিনা, সেটা তাদের আগে প্রমাণ করতে হবে।’
‘এছাড়াও আরও প্রমাণ করতে হবে এরা ৭১-পর আমাদের এ দেশ থেকে গিয়েছে। প্রমাণ করতে হবে, তারা বাংলাদেশি মানুষ। তারা যে কাউকে ঠেলে দেবে আর আমরা নিয়ে নেবো, এ ধরনের পরিস্থিতি তৈরি হয়নি, আর আমি মনে করি এটা কখনও হবেও না।’
এর আগে আসামের চূড়ান্ত নাগরিক তালিকায় ১৯ লাখ লোক বাদ পড়ার একদিন পর রাজ্যটির অর্থমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘১৪-১৫ লাখ বিদেশিকে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশকে তাদের এই ১৪-১৫ লাখ লোককে ফিরিয়ে নিতে বলা হবে।’