রাজনৈতিক দ্বন্দ্বে এমইএস কলেজে সানি হত্যা | বাংলারদর্পন

এইচ.এম নাছির উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর এমইএস কলেজের সামনে জাকির হোসেন সানিকে হত্যা করা হয়েছে রাজনৈতিক দ্বন্দ্বে—এমনটা নিশ্চিত তদন্ত সংশ্লিষ্টরা। ইতোমধ্যে ফয়সাল ও সাব্বির নামের এজহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ফয়সাল আদালতে জবানবন্দি দিয়েছে। সাব্বিরকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যায় এজাহারভুক্ত আসামি ফয়সাল আলমকে টাইগারপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল জানিয়েছেন আয়াতুল হক চৌধুরীর হাতে ছুরি ছিল এবং আয়াতই প্রথমে জাকির হোসেন সানিকে ছুরির আঘাত করেন। এরপর আনিসসহ আরো কয়েকজন সানিকে আঘাত করে। তদন্তের স্বার্থে অন্যদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *